বার্সেলোনার বিপক্ষে বারবাস্ট্রোর ম্যাচে সেজনির অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে।
কোপা ডেল রে রাউন্ড অফ ৩২ এ বার্সেলোনার বিপক্ষে বারবাস্ট্রোর ম্যাচে সেজনির অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে। ম্যাচটি ৪ জানুয়ারি বাংলাদেশ সময় রাত ১১ টায় অনুষ্ঠিত হবে। টের স্টেগানের চোটের কারণে অবসর ভেঙে বার্সেলোনায় আনা হলেও এখনো পর্যন্ত একটি ম্যাচেও মাঠে নামার সুযোগ পাননি সেজনি। কোচ হ্যান্সি ফ্লিক তার পরিকল্পনা অনুযায়ী নিয়মিতভাবে পেনাকে শুরুর একাদশে খেলাচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে, কোপা দেল রে ফ্লিক কি অবশেষে সেজনিকে সুযোগ দিবে নাকি তাকে বেঞ্চ এ বসেই সময় কাটাতে হবে? আপনার মতামত কি কমেন্ট করে জানান।