নিজেদের ১৭ নম্বর লা-লিগা ম্যাচে রিয়েল বেটিসের বিপক্ষে মাঠে নামবে ফ্লিকের শিষ্যরা।

বার্সেলোনা নিজেদের ১৭ নম্বর লা-লিগা ম্যাচে রিয়েল বেটিসের বিপক্ষে মাঠে নামবে ফ্লিকের শিষ্যরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত ৯টা ১৫ মিনিটে। লা লিগায় ১৬ ম্যাচে ১২ জয় এক ড্র এবং ৩ হার নিয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে বার্সেলোনা। অন্য দিকে১৫ ম্যাচ শেষে ৫ জয় ৫ ড্র এবং সমান ৫ হার নিয়ে ১১তম থানে অবস্থান করছে রিয়াল বেটিস। বার্সেলোনার বিপক্ষে সর্বশেষ ৬ ম্যাচের ৬টিতেই হেরেছে রিয়াল বেটিস। এই সিজনে ঘরের মাঠে সলিড ডিফেন্সিভ খেলছে বেটিস সাত ম্যাচে ৬ গোল হজম করে ৪ জয় ২ ড্র এবং ১ টি হার। অন্য দিকে বিপক্ষ দলের মাঠে এই সিজনে দুই ম্যাচ হেরেছে বার্সেলোনা তাই কঠিন প্রতিপক্ষই হতে যাচ্ছে বেটিস। লা-লিগায় ৩ ম্যাচ পর গত ম্যাচে জয়ের দেখা পেয়েছে বার্সেলোনা। রিয়াল বেটিস সর্বশেষ ৩ ম্যাচ জয়ের মুখ দেখেনি। জয়ের ধারাবাহিকতায় ফিরতে নিজেদের ঘরের মাঠে মরিয়া হয়ে থাকবে বেটিস। সর্বশেষ বিলবাও এর সাথে রিয়াল মাদ্রিদ পরাজয় বার্সেলোনার শীর্ষ স্থান অক্ষত রয়েছে। আজকে বার্সেলোনা চাইবে বেটিসের বিপক্ষে জয় নিয়ে পাকাপোক্ত করে রাখতে।